৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার দুপুর ১টায় পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদ্য পদত্যাগকারী শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ