ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। এসময় হাবিবুর রহমান (২৫) নামে ডাকাতি মামলার এক আসামীকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমান উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এছাড়াও আটককৃত হাবিবুর রহমানের নামে কসবা থানায় ২টি ডাকাতি মামলাসহ ৫ মামলা চলমান রয়েছে। সে এলাকার মোটরসাইকেল চোর চক্রেরও একজন সক্রিয় সদস্য। শনিবার রাতে গোপন সংবাদে বায়েক ইউনিয়নে রগুরামপুরে অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তল ফেলে পালানোর চেষ্টা করে হাবিব। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।
বিডি প্রতিদিন/এএম