রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুতে ভিডিও কনটেন্ট বানাতে গিয়ে নদীতে লাফ দেন তিন বন্ধু। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও এক বন্ধু, নিরব রায় উৎস (১৮), পানিতে তলিয়ে গিয়ে এখনো নিখোঁজ। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে। তিনি রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী এবং বন্ধুদের সঙ্গে একই মেসে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে নিরব, শাকিল ও রুপমসহ সাত বন্ধু সেতু এলাকায় ঘুরতে যান। বিকেল ৫টার দিকে ভিডিও কনটেন্ট তৈরির জন্য তিনজন একসঙ্গে নদীতে লাফ দেন। শাকিল ও রুপম সাঁতরে উঠতে সক্ষম হলেও নিরব তলিয়ে যান।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে তল্লাশি শুরু করে।
রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান জানান, “ডুবুরি দলের ৬ সদস্য উদ্ধারকাজ চালাচ্ছে। নদীর স্রোত অনেক বেশি, ধারণা করা হচ্ছে নিরবের দেহ কয়েক কিলোমিটার ভেসে গেছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।”
বিডি প্রতিদিন/আশিক