মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ডাক্তার হায়দার আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, সদস্য নুরুল ইসলাম, ঢাকা মহানগরের আহবায়ক নুরুল বাশার, মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শহিদুল হকসহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা।
বিডি প্রতিদিন/এএ