চাঁদপুরে অনুষ্ঠিত হলো জীবিকা প্রকল্প–৩ এর সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল–আপ প্রস্তাবনা।
অনুষ্ঠানে বক্তারা যাকাত ভিত্তিক উন্নয়ন মডেলকে জাতীয় ও বৈশ্বিক সিএসআর রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২২ আগস্ট ) সকাল ১১টায় চাঁদপুর বাবুরহাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের "ইউনুস খান অডিটোরিয়াম"-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক সচিব ও সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সভাপতিত্ব করেন, ড্যাফোডিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।
এসময় বক্তারা বলেন, যাকাতভিত্তিক উন্নয়ন মডেলকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
জীবিকা প্রকল্পে ৫ কোটি টাকার মূলধনের বিপরীতে ঘূর্ণায়মান তহবিলে ১৮৩.৯ কোটি টাকা ব্যবহার করে ২৫শ' পরিবারকে টেকসই জীবিকার সুযোগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষক মোঃ আল আমিন সাকির সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, স্কুল শিক্ষক মোঃ কামরুল ইসলাম, প্রকল্পের ভিডিও প্লে উপস্থাপন করেন, মোঃ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন খন্দকার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ