নেত্রকোনার কেন্দুয়ায় নুরুজ্জামাল ওরফে জামাল (৩৮) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে আদমপুর-দুল্লী সড়কের পাশের মরা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে সিএনজি নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে একই উপজেলার রাঘবপুর গ্রামের অলি মিয়া (২৫) নামের এক যুবককে ময়মনসিংহ চিকিৎসা নেয়ার সময় আটক করেছে পুলিশ। নিহত জামাল উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় সিএনজি চালকেরা নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও পিবিআই-সিআইডি যৌথভাবে সকালে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আলি মিয়া আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে আটক করা হয়। তার সাথে মঙ্গলবার রাতে নিহত জামালের ঝগড়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বুধবার সকালে আদমপুর হাসপাতালের সামনের সড়কের দুল্লী ব্রিজ সংলগ্ন মরা বিলে জামালের মরদেহ পাওয়া যায়। এ সময় পড়ে থাকা সিএনজিটি উদ্ধার করা হয়।
এদিকে আটক আলি মিয়াকে ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ