জাতীয় নিরাপদ সড়ক দিবসে মহাসড়ক সংস্কারের দাবি তুলেছেন নাটোর বাস মালিক ও চালকরা। এসময় শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান চেম্বার নেতারাও।
সড়ক সংস্কার কাজ চলমান থাকলেও ফুটপাত দখলমুক্ত করা নিয়ে আশ্বাস না দিয়ে সাধারণ জনগণকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন নাটোর জেলা প্রশাসক।
বুধবার সকাল ১০টার দিকে নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেলের আয়োজনে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেলের মোটরযান পরিদর্শক উত্তম দেব শর্মা, ট্রাফিক পরিদর্শক রেজাউল করিম, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ ও বাস মালিক সমিতির সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোর শহরের বাইপাস মোড়, নাটোর পাবনা মহাসড়ক, নাটোর বগুড়া মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে করে চালকরা গাড়িগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না। যানবাহনগুলো খানাখন্দে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ছে দুর্ঘটনা। দ্রুত মহাসড়কগুলোর সংস্কার করা জরুরি।
চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ বলেন, শহরের ফুটপাতগুলো ব্যবসায়ীদের দখলে। তারা সেখানে পণ্য রেখে ব্যবসা পরিচালনা করছে। এতে করে সাধারণ জনগণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই