নোয়াখালীর সেনবাগ উপজেলায় মুরগির খামারের পাশ থেকে জাহিদ হোসেন (১৮) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হোসেন নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার ওজি উল্যার ছেলে। পেশায় তারা বাবা ও ছেলে দুইজনই অটোরিকশাচালক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশা চালানো শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে রিকশাটি বাড়িতে রেখে যায় জাহিদ। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাননি তারা।
সকালে বাড়ির পাশের একটি মুরগির খামারের কাছে জাহিদের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। লাশের সঙ্গে একটি বিদ্যুতের তার পড়ে ছিল বলে জানান স্থানীয় লোকজন।
সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ ও পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম