ঝিনাইদহে প্রকাশ্যে মনঞ্জুরুল বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জজ কোর্টের এনেক্স ভবনের পেছনের চায়ের দোকান গলিতে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। আহত মনঞ্জুরুল বিশ্বাস শহরের পাগলাকানাই এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোর্টপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ