র্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে র্যাব-১৩ এর কার্যালয়ে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায় , র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ে র্যাব-১৩, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার সাতমাথায় সামনে রংপুর টু কাউনিয়াগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করে হলুদ সাদা রংয়ের শ্যামলী পরিবহনের কেবিন থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।
এসময় কুড়িগ্রাম জেলার বৈশ্যপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ মাসুম ওরফে মাসুদ (২৪) এবং বাসের ড্রাইভার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মুকুল সাহার ছেলে শুভ কুমার সাহা (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম