প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের কাছে সন্দেহজনক একটি মাঁচা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো-এফবিআই।
ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে, এয়ারফোর্স-এক বিমানের ওঠানামার জায়গার ২০০ গজ দূরে একটি গাছের ওপর কাঠামোটি দেখা গেছে। গাছের ডালে কিছু পাইপ দিয়ে মাঁচাটি তৈরি করা হয়েছে। যেখান থেকে স্নাইপার রাইফেল দিয়ে ট্রাম্পকে নিশানায় নেওয়া যাবে।
গোয়েন্দারা বলছেন, ওই কাঠামোটি ‘স্নাইপার ঘাঁটি বা মাঁচা’ হলেও হতে পারে। যদিও তার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। কোনো অস্ত্রশস্ত্রও পাওয়া মেলেনি। স্নাইপার ঘাঁটি, না কি সাধারণ কাঠামো তা খতিয়ে দেখছে এফবিআই।
এফবিআই প্রধান কাশ পটেল বলেছেন, পশ্চিম পাম বিচ থেকে প্রেসিডেন্টের ফেরার আগে মার্কিন সিক্রেট সার্ভিস ওই কাঠামো খুঁজে পান। এফবিআই তদন্ত দল ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে।
ইতোমধ্যে ফ্লোরিডা বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রবিবার ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে ওঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ কাঠামোটি খুলে ফেলেছে। এটি কতদিন ধরে সেখানে ছিল, কারা বানিয়েছে তা জানতে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।
আমেরিকার মধ্যে যাতায়াতের জন্য এয়ার ফোর্স-এক নামের বিশেষ বিমানটি ব্যবহার করেন ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে ট্রাম্প এলে একটি নির্দিষ্ট স্থানে বিমানটি রাখা থাকে। তবে সম্প্রতি সংস্কার কাজ চলমান থাকায় সাময়িকভাবে অন্য জায়গায় রাখা হচ্ছিল বিমানটি। সেই নতুন জায়গার পাশেই সন্দেহজনক স্নাইপারের মাঁচার খোঁজ মিলেছে।
সূত্র: ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট
বিডিপ্রতিদিন/এমই