রাজধানীতে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে কলিংবেল বাজিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোডের ১ নম্বর কলোনিতে পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টার দিকে মুখে মাস্ক পরা এক যুবক দরজার কলিংবেল বাজান। গৃহকর্তার স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গে আরও দুইজন সহযোগী দ্রুত ভেতরে ঢুকে পড়ে। তারা অস্ত্র প্রদর্শন করে গৃহিণীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণালংকার ও ব্যবসার টাকার মধ্যে থাকা ৩২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্মীকে মারধরও করা হয়।
গৃহকর্মীর অভিযোগ, ডাকাতদের সঙ্গে এলাকার একটি ইন্টারনেট কোম্পানির কর্মচারীও জড়িত থাকতে পারেন। ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ জানান, সকালে তিনি বাসা থেকে বের হওয়ার ১৫ মিনিট পরই এ ঘটনা ঘটে। তখন তার স্ত্রী বাসায় একা ছিলেন।
ঘটনার পরপরই দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি রকিব উল হোসেন জানান, ভুক্তভোগীর বাসা থেকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে তিনজন ব্যক্তিকে ফ্ল্যাটে প্রবেশ করে গৃহিণীকে জিম্মি করতে দেখা গেছে।
তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ