জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফেনীতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় ফেনী সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার আফতাব ভূঁইয়া বাড়িতে শহীদ ওয়াকিল আহাম্মদ (শিহাব) এর কবরের সামনে জেলা প্রশাসক, জেলা স্বাস্থ্য বিভাগ, পিবিআই ও সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অন্যান্য শহীদের কবরেও পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ