মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শওকত আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২ সন্তানের জনক শওকত আলী জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ফরোতুল্লাহ এর ছেলে।
স্থানীয়রা জানান, আজ রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ভাটপাড়া গ্রামের শওকত আলী নিমের গাড়ি মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য যায়। এ সময় সে বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করতে সুইচ টিপ দিয়েছিলেন। অসাবধানবশত বিদ্যুতের তার (কেবল) তার গায়ে স্পর্শ করে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ