নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ রশি আজাদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বক্তব্য রাখেন। এই সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসাইন বুলবুলসহ বিভিন্ন আইনজীবীরা। বক্তাগণ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কারের পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যথাসময়ে তারা নির্বাচন চান।