চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমি প্রত্যাশা করি, তোমরা অনেকেই এমন উদ্যোক্তা হবে যারা শুধু অফিস কক্ষ বা গবেষণাগারে নয়, বরং সমাজের ভেতরে গভীর পরিবর্তন আনবে।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর এম এম আলী রোডে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ক্যাম্পাসে আয়োজিত গণিত ও বিজ্ঞানভিত্তিক গ্রীষ্মকালীন স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন—
- প্রথমত, চট্টগ্রামের জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো স্থানীয় সমস্যা সমাধানে তোমাদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগাও।
- দ্বিতীয়ত, এমন উদ্যোগ ও ব্যবসা তৈরি করো যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে—বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য।
- তৃতীয়ত, টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য এবং নাগরিক দায়িত্ববোধের বিষয়ে সচেতনতা গড়ে তোলো, যাতে তোমাদের উদ্যোগ কেবল ব্যবসায়িকভাবে নয়, সামাজিকভাবেও সুফল বয়ে আনে।
তিনি শিক্ষার্থীদের সামাজিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “আগামী দিনগুলোতে তোমরাই এই শহর ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপ-রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী, ছাত্রীবিষয়ক ডিন ডা. ফাতিমা মেরি সিডোতাম এবং গ্রীষ্মকালীন স্কুলের পরিচালক ডা. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। তাঁরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিষ্ঠার প্রশংসা করেন এবং প্রোগ্রামের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/আশিক