রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশিত হয়েছে। এতে কারো ডোপটেস্ট পজিটিভ হলে প্রার্থীতা বাতিল হবে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিধি অনুসারে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে কোনরুপ শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না; কেনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ ও ভোটদানে বাধাগ্রস্ত করতে পারবে না; একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না; নির্বাচনী প্রচারণায় ও প্রচারপত্রে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর আচরণ মন্তব্য বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোন বক্তব্য প্রচার করা যাবে না; পরিচিতির জন্য ছাত্র বা ছাত্রী হলে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে যেতে পারবে; নির্বাচনী প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক বা লাঠিসোটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি বহন নিষিদ্ধ। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ প্রমাণ সাপেক্ষ সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।
এরআগে, গত ২৮ জুলাই রাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১৫ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন