পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। ৩০ জুলাই বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের সামনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ও জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশনের সভাপতি আবু ঈসা মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের শিক্ষক স্বপন দেব, অনুরণন এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠের পরিচালক সাদেকুন নাঈম, রোজবার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল, শাহীন স্কুল শেরপুর শাখার শিক্ষক প্রতিনিধি মো. বায়েজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানা পুতুল, প্রভাতী বিদ্যাকুঞ্জের মহসিন কবির, পুলিশ লাইনস এ্যান্ড ক্রিয়েটিভ স্কুলের প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ