গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাক-টিআইবি’র এসিজি কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধার আয়োজনে প্যাকটা প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ে সক্রিয় নাগরিক দল (এসিজি) কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
এ কমিটির লক্ষ্য ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবা প্রদান বিষয়ক তথ্য সংগ্রহ, সেবার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে প্রমাণ-নির্ভর অ্যাডভোকেসি, সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সেবাদাতা প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহির সংস্কৃতিকে শক্তিশালী করা।
গাইবান্ধা সনাক সদস্য এবং শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সনাক সদস্য অধ্যাপক মাজহারউল মান্নান, সনাক সহ-সভাপতি জিয়াউল হক কামাল, প্রধান শিক্ষক কামরুন্নাহার শার্মিন। উক্ত কমিটি গঠন সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা। এতে সহযোগিতা করেন ইয়েস দলনেতা উম্মে হাবিবা কনা, ইয়েস সদস্য মেহেদী হাসান ও ময়নুল হক নয়ন।
উপস্থিত সকলের সম্মতিতে কমিটিতে সমন্বয়ক হিসেবে শরিফ খন্দকার শফি, সহ-সমন্বয়ক (নারী) হিসেবে ফাতেমা খাতুন ও সহ-সমন্বয়ক (পুরুষ) হিসেবে শাহিন মিয়া নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/এমআই