সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের চরগুধিবাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন।
সেনাবাহিনীর ১১-পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সোমবার (২৮ জুলাই) প্রায় ২ হাজার নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। রাজশাহী বিভাগের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জুলাই বিপ্লব উপলক্ষে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে মেডিসিন, দন্ত, নাক-কান-গলা ও গাইনী বিশেষজ্ঞরা চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। স্থানীয়রা জানান, এলাকায় কোনও সক্রিয় সরকারি স্বাস্থ্যসেবা নেই। এক বছর আগে একটি হাসপাতাল নির্মিত হলেও এখনও চালু হয়নি।
ফলে সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ