দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের সাতপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পল্লব মেম্বারের মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জীসান আহমেদের সার ও কীটনাশকের দোকান, ফিরোজ আলম ও মইদুল ইসলামের মুদি দোকান, রেজাউল ইসলামের ইলেকট্রনিক্স দোকান ও সজীব কুমারের সেলুন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী এবং ঘোড়াঘাট থানার এসআই সাব্বির হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ