বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সোমাইর পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু হলো- ওই গ্রামের কালাম খানের পাঁচ বছর বয়সী ছেলে ইমরান খান।
পরিবার জানিয়েছে, সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে। বিভিন্ন স্থানে খুজে তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে তল্লাশী করে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ শিশু ইমরান খানকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএম