বরিশালের মুলাদী উপজেলা সদরের নন্দীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম চরলক্ষীপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানপাট বন্ধ করে সবাই বাড়ি ফিরে যান। গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ও পরে দোকানিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মুদি ও মনোহারীসহ মোট ২৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অধিকাংশ দোকানের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ জানান, “রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন লাগে। এরপর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের দোকানঘরের সব মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন বলেন, “শাহিন নামের এক ব্যবসায়ীর মুদি দোকান থেকেই প্রথম আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে একে একে ২৭টি দোকানই পুড়ে যায়।”
তিনি আরও জানান, বাজার সংলগ্ন পুরনো একটি ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বাজারে থাকা তেলের ড্রামের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বিডি প্রতিদিন/আশিক