দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের সাতমাথায় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক ও পরিচালকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। তাঁরা বলেন, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা বৈষম্যমূলক। কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সমান সুযোগ পাওয়া উচিত।
মানববন্ধনে বক্তব্য দেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে পরিচালিত প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত বহু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যারা প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসব প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে সময়োপযোগী অবদান রাখার পাশাপাশি কিছুটা হলেও বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।
তাঁরা আরও বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য দেখিয়েছে। তাই নতুন করে তাদেরকে এই পরীক্ষা থেকে বাদ দিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও মানসিক চাপ সৃষ্টি হবে, যার দায় সরকারেরই নিতে হবে।
বক্তারা ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অবহিতকরণপত্রটি বাতিলের দাবি জানান। পাশাপাশি দেশের সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক