বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, শরীয়তপুর।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ২০০টিরও বেশি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা আর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না- সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং বৃত্তি পরীক্ষা পূর্বের মতো বহাল রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা শিক্ষার উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শরীয়তপুরের সভাপতি মাসুক আলী দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক মো. মানিক মোল্যা।
বিডি প্রতিদিন/জামশেদ