সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, সাধারণ সম্পাদক অপরেশ রায়, সহ-সভাপতি মিজানুর রহমান এবং যুগ্ম সম্পাদক আনিস মোল্যা।
বক্তারা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। কোমলমতি শিক্ষার্থীরা যদি সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে সারা দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ