ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা গেছে।
কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। ৫ সদস্যের কমিটির অন্যরা হলেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম। সদস্য-সচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
অফিস আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিনিধিদের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি ঘটনার প্রকৃত কারণ, তথ্য উৎঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ সহ ১০ (দশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন বা সুপারিশ জমা দেওয়ার জন্য বলা হলো।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, হিট প্রজেক্ট এর কাজে ঢাকায় যাচ্ছি। এখনো চিঠি হাতে পাইনি। ১৬ তারিখে ক্যাম্পাসে ফিরবো। তারপর দেখবো।
বিডি প্রতিদিন/এএ