লক্ষ্মীপুরে 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাসসহ আরও অনেকে।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহারে ১৩টি স্টল বসানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বিডি প্রতিদিন/মুসা