রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (জুলাই) দুপুরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক গাইবান্ধা জেলা আমীর ডা: আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আকরাম হোসেন, শিক্ষা অনুরাগী মোঃ আবুল হোসেন সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, শিক্ষক মাওলানা মশিউর রহমান, বড়দহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ শেখ ফরিদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মোঃ ওয়াজিদুল ইসলামসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএ