সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২ টায় নবগ্রাম রোডে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার, উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আজমল হোসেন, ভূগোল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এইচ.এম বাহাউদ্দিন, শিক্ষার্থী রিফাত লস্করসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, চাকুরির সুবাদে আমাদের সহপাঠী মো. মাহফুজুর রহমান (২১) ঢাকার টঙ্গীতে থাকতেন। ফরম ফিলআপ শেষে বরিশাল থেকে সে ঢাকায় যায়। ঢাকায় পৌঁছে সে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে নিহত হয়। ঘটনাটি ছিনতাইয়ের হোক কিংবা অজ্ঞাত কারণে হোক—হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষ রাতে নিরাপদে সড়ক- মহাসড়কে চলাচল করতে পারছে না। মাহফুজ একজন নিরপরাধ মানুষ। তাই অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
বিডি প্রতিদিন/জামশেদ