নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসন এবং খাল ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।
রবিবার (১৩ জুলাই) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বক্তারা বলেন, খাল খননের নামে সরকারি টাকা হরিলুট হয়েছে। কৃষি এবং মৎস্যখাতকে রক্ষা করার জন্য এবং জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করার দাবি জানান তারা।
এ সময় জামায়াতের শহর আমীর মাওলানা ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। মানববন্ধনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ