তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বিগত সরকারের করা সাইবার সিকিউরিটি আইনে নিবর্তনমূলক যে আইন ছিলো সেই আইনগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করে অধ্যাদেশ আকারে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ হিসেবে তৈরি করা হয়েছে। চলতি বছরের ২১ মে এই অধ্যাদেশ জারি করা হয়। আগের আইনের মধ্যে নিবর্তনমূলক যে ধারাগুলো ছিলো এগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেয়া হয়েছে।
রবিবার বিকেলে তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে আইসিটি আইন পরিবর্তন হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, ইফাদ গ্রুপের পরিচালক মোঃ মামুনুর রশিদ হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৈয়ব প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগন, শিক্ষক-শিক্ষিকাগণসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ