মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে ডাকাত দলের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে তারা পোড়াপাড়া-যুগিন্দা সড়কের কাছে পৌঁছালে ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী ওসি বানী ইসরাইল জানান, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ