বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মজীবী মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও ছাতা বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। বুধবার (২৮ মে) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় চার শতাধিক মানুষের মাঝে এই ছাতা, কোমল ঠান্ডা পানিয় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মেদ রিপন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সরকার আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ