চাঁদপুর সদরের মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি পাঙ্গাশ ধরার ফাঁদ (চাই)।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার থেকে গাজীরটেক এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবীর।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল ও ফাঁদ চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, কোস্টগার্ড সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আশিক