চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
ইউএনও জানান, মঙ্গলবার সকালে বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়। তাদের মধ্যে ৯ জন শিশু ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। দীর্ঘসময় তারা সীমান্তে অবস্থানের পর বিজিবি তাদের আটক করে। পরে বিকাল ৪টার দিকে তাদের গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ওই ১৭ জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে নওগাঁ বিজিবি অধিনায়ক বলেন, পুশইনের ব্যাপারে বিস্তারিত তথ্য বিজিবি হেডকোয়ার্টার থেকে জানানো হবে। ১৭ জন পুশইন হয়েছে আমরা শুধু এতটুকু নিশ্চিত করতে পারি।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, সীমান্ত থেকে ১৭ জনকে আটক করে বিজিবি বিকালে পুলিশের কাছে হস্তান্তর করে এবং তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ