শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি অনুষ্ঠানে ছয় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলমসহ ১৪ জনের নামে ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে মামলা রেকর্ড করা হয়। মামলার বাদী ওই ঘটনায় গুরুতর আহত এখন টিভি ও বাসসের জেলা প্রতিনিধি, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. জাহিদুল খান সৌরভ।
এদিকে মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক। তিনি স্থানীয় সাংবাদিকদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার (২৬ মে) সকালে উপদেষ্টা নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চল পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকরা বনে অবৈধ বালু, পাথর ও গাছ কাটার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে চলার নির্দেশ দেন এবং প্রকৃত হোতাদের ধরার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অবৈধ উত্তোলনকারীরা। পরে তারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান।
সাংবাদিক নেতা কাকন রেজা বলেন, ‘উপদেষ্টাকে পাহাড়ের বালু ও পাথর নিয়ে প্রশ্ন করায় পাহাড় দস্যুরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারধর করে, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উপদেষ্টা গাড়িতে উঠার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়।’
শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, ‘আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই থানায় মামলা করেছি। দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে প্রেস ক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।’
শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেছেন, মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
বিডি প্রতিদিন/জামশেদ