রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুপিয়ে আহত হওয়া এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম কদম আলী মন্ডল (৩৫)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখ মাসের শুরুতে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চেয়েছিলেন কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল নামের এক ব্যক্তি। কিন্তু তিনি ব্যর্থ হলে ওই অংশের দখল নেয় আরজুল মোল্লাসহ কদম আলীরা।
পরে রোজার ঈদের মধ্যে হাটে আসা শিমুলকে কুপিয়ে আহত করেন আরজুল ও তাঁর সহযোগীরা। দীর্ঘ চিকিৎসা শেষে শিমুল সম্প্রতি এলাকায় ফিরে আসেন।
গত রবিবার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী ও বাচ্চু মিয়া অবস্থান করছেন—এমন খবর পেয়ে ২০-২৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত কদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কদম আলীর মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে নিহতের পরিবার জানিয়েছে তারা মামলা করবে।”
এ ঘটনায় আহত বাকি দুইজন হলেন—আরজুল মোল্লা (৪৮) ও বাচ্চু মিয়া (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/আশিক