ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা নিহত দম্পতির মেয়ে ও মেয়ের মামা আহত হয়ছেন।
নিহতরা হলেন, অটোরিকশা চালক নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান চালক রাসেল মিয়া (৩০) ও হেলপার মেহেদি হাসান (২৬)কে আটক করেছে।
পরে নিহতদের ছেলে মো. অলিউল্লাহ বাদী হয়ে হয়ে পুর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় রবিবার (২৫ মে) দুপুরে আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে শনিবার (২৪ মে) রাতে নেত্রকোনা শ্যামগঞ্জ-দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শ্যামগঞ্জ বাজারে ঘাতক কাভার্ড ভ্যানটিকে চালক ও হেলপারসহ স্থানীয় আটক করে। পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজেই তার ব্যাটারি চালিত অটোরিকশায় স্ত্রীসহ মেয়ে সুমাইয়া (১৫) এবং স্ত্রীর বড় ভাই আইয়ূব আলী (৫৫)কে নিয়ে ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফিরছিলেন।
বাড়ি ফেরার পথে উপজেলার পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে পৌঁছালে (দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কাভার্ড ভ্যান ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরে আলম জানান, নিহতদের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক ভ্যান জব্দ করেছি। আটক চালক ও হেলপারকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ