ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ মে) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালী মার্কেট এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলর লিটন রানা (২৮) ও শেরপুর জেলার শ্রীপুর উপজেলার শিরিজগুড়ি এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মো. সোহেল (৩০)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সীডস্টোর ড্রাইভারপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে কাঁধে ব্যাগ নিয়ে নামা দুই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের আটক করে।
তল্লাশিকালে লিটনের ব্যাগ থেকে ১২ বোতল ও সোহেলের ব্যাগ থেকে ১৭ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২৯ বোতল বিদেশি মদের বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা।
আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) ধারায় মামলা (নং-২১, তারিখ: ১৫/০৫/২০২৫) দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ