কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় বিজিবি এক হাবিলদার, দুই বিজিবি সদস্য ও একজন আনসার সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন বিজিবি সদস্য হাবিলদার মো: জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবির সদস্য। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে এক আনসার ও ৪ জন বিজিবির সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রিয়াদ হোসেন মারা যান। আহতদের মধ্যে গুরুতর ২ জন বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত কষ্টদায়ক। আমরা আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
এদিকে, গতকাল বুধবার দুপুরের দিকে জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে জমিতে ধান কাটার কাজ করার সময় এক কৃষকের মৃত্যু ঘটেছে। নিহত হাতেম আলী কুমদপুর গ্রামের সাফের আলীর ছেলে এবং তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল