চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে ছাদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাদে ধান শুকানোর সময় এ ঘটনা ঘটে। নাসিমা খাতুন নতুন বাস্তপুর গ্রামের স্কুলপাড়ার গোলাম মোস্তফা ওরফে ফয়মদ্দীনের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, বুধবার সকালে ধান সিদ্ধ করে নিজ বাড়ির ছাদে শুকাতে দেন নাসিমা। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছাদে উঠে ধান উল্টাছিলেন তিনি। এ সময় অসাবধানবসত ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডের থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এএম