পর্যটন নগরী কক্সবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নানা অনিয়ম-সমস্যা নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স নামে একটি প্ল্যাটফর্ম।
বুধবার সকাল ১০টার দিকে সদর হাসপাতালের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হয়।
স্বেচ্ছাসেবী নেতা জাকির হোসাইন নয়নের সভাপতিত্বে রেজাউল করিমের পবিত্র কোরআন তিলাওয়াত ও ইমরান হোসেন নবীর সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মো. কামরুল হাসান।
অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, হেফাজত ইসলামি কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবিব, ছাত্রনেতা ফাহিমুর রহমান, এনসিপি নেতা খালিদ বিন সাঈদ ও সাংবাদিক ছৈয়দ আলম।
অভিযোগ রয়েছে, কক্সবাজারের ২৫ লাখ স্থানীয় ও ১৩ লাখ রোহিঙ্গাকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এই হাসপাতাল। সিসিইউ, আইসিইউ বন্ধ আর চালুর মধ্যেই যাচ্ছে। নেই কিডনি ডায়ালাইসিস সেন্টার। পুরাতন ও নতুন ভবনের লিফট অকেজো, চালু হলেও কখনো কখনো থমকে যায়।
প্রতিনিয়ত রোগীর স্বজনরা পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন আর ওষুধ কেনা নিয়ে দালালদের কবলে পড়ছেন। হাসপাতালের খাবারের মান নিয়েও রয়েছে রোগী ও স্বজনদের বিস্তর অভিযোগ। যথাযথ চিকিৎসাসেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামসহ অনেক কিছুই নেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে।
বিডি প্রতিদিন/এমআই