নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে পরিষ্কার বাজার রোডে হাবুর খাল দখল করে গড়ে ওঠা ২৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। সঙ্গে ছিলেন বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় হাবুর খাল দখল করে নির্মিত দোকানগুলো ভেঙে দেওয়া হয়। বহুদিন ধরে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছিলেন।
এ প্রসঙ্গে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে সুবর্ণচরের অন্যান্য দখল হওয়া খালও উদ্ধার করা হবে। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।
বিডি প্রতিদিন/এমআই