গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অঙ্গের আওতায় বীজ উৎপাদনকারী উদ্যোক্তাদের গ্রুপ গঠন এবং ইনকিউবেশন বিজনেস শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শহরের আলুবীজ হিমাগারের সম্মেলন কক্ষে বিএডিসির পার্টনার প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
বুধবার(১৪ মে) এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে ও বিএডিসির সহকারী-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. ইমাম হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএডিসির এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর (বীজ) কৃষিবিদ ড. একেএম মিজানুর রহমান, বিএডিসির উপ-প্রোগ্রাম ডিরেক্টর (বীজ) কৃষিবিদ ড. রিপন কুমার সিকদার এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক মোহাম্মদ ফারুক।
এতে জেলার পাঁচ উপজেলার বীজ উৎপাদনকারী ২৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নিয়েছেন।
আগামী শনিবার এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথ।
বিডি প্রতিদিন/কেএ