ফেনীর পরশুরাম উপজেলায় মোহাম্মদ উল্যাহ (৫০) নামে এক ব্যবসায়ী পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে খন্ডল হাই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খন্ডল বাজার বণিক সমিতি আয়োজিত এ মানববন্ধনে এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন খন্ডল বাজার বণিক সমিতির সভাপতি মো. এছাক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, নিহত মোহাম্মদ উল্লাহর ভাই আবদুর রহিমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় তারা মোহাম্মদ উল্লাহ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
গত সোমবার (৫ মে) বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বরে বাড়ির সামনে কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশি দুইপক্ষের সংঘর্ষে মোহাম্মদ উল্যাহকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। শনিবার (১০ মে) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/নাজিম