বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের কলোনী দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈঠকে জেলার সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
তিনি বলেন, সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠন, প্রতিটি শ্রমিকের মধ্যে ইসলামী মূল্যবোধ ও মানবাধিকার প্রতিষ্ঠা করা আমাদের প্রধান কর্তব্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, বগুড়া জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা মানছুরুর রহমান, বগুড়া মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আজগর আলী, সিরাজগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, পাবনা জেলার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, বগুড়া মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি মাওলানা কাজী আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত