বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মো. আব্দুল হালিম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌণে ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হালিম পাবনার আমিনপুর থানার রাজা নারায়নপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌণে ১টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র একটি অভিযান পরিচালনা করে। এ সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় গাঁজাসহ আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম