আবুধাবির শিশুরা গড়ে ৩ বছর ৪ মাস বয়সেই প্রথম ডিজিটাল ডিভাইস হাতে পাচ্ছে। এসব ডিজিটাল ডিভাইসের মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ট্যাবলেট, এরপরেই রয়েছে স্মার্টফোন। এমন তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক জরিপে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি ও আবুধাবি আর্লি চাইল্ডহুড অথরিটি (ECA) পরিচালিত ‘ডিজিটাল ইউজ সার্ভে’ থেকে এমন জানা গেছে। জরিপে ০ থেকে ৮ বছর বয়সী শিশুদের ডিজিটাল মিডিয়া ব্যবহারের অভ্যাস নিয়ে ১০ হাজারেরও বেশি অভিভাবকের মতামত সংগ্রহ করা হয়।
জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ অভিভাবক তাদের সন্তানের স্ক্রিন টাইম নিয়ে সন্তুষ্ট, যা প্রমাণ করে যে শিশুদের মধ্যে ডিজিটাল মিডিয়ার ব্যবহার নিয়ে সাধারণভাবে গ্রহণযোগ্যতা রয়েছে।
প্রযুক্তি হতে পারে ইতিবাচক শক্তি
ECA-র জ্ঞান ও উদ্ভাবন বিভাগের নির্বাহী পরিচালক ড. ইউসুফ আল হাম্মাদি বলেন, ডিজিটাল মিডিয়া যদি দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয়, তাহলে তা শিশুদের জন্য উপকারী হতে পারে। “আজকের শিশুরা ডিজিটাল যুগে জন্ম নিচ্ছে এবং প্রযুক্তির অগ্রগতি তাদের ভবিষ্যত গঠনে ভূমিকা রাখবে। শিক্ষা, ভাষা উন্নয়ন ও সামাজিক দক্ষতা বিকাশে ডিজিটাল মিডিয়া সহায়ক হতে পারে, যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়,”।
তবে তিনি সতর্ক করে বলেন, স্ক্রিন টাইমের পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের উচিত শিশুদের প্রযুক্তি ব্যবহারে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং দিকনির্দেশনা প্রদান করা।
জরিপে আরও জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ৮৬ শতাংশ শিশু নিয়মিত ডিজিটাল মিডিয়া ব্যবহার করে, ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের মধ্যে এ হার ৯৭ শতাংশ।।
বিডি প্রতিদিন/আশিক