রংপুর আবহাওয়া কেন্দ্রে চালু হলো নতুন ডপলার রাডার স্টেশন। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এ রাডার স্টেশনের চারদিকে সাড়ে ৪’শ কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাতসহ আবহাওয়ার তথ্য দিবে দুর্যোগের কয়েক ঘন্টা আগে। নির্ণয় করা যাবে কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডোর মেঘ ও বজ্রপাতের ধরণ।
রবিবার সকালে জাপানের ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল কনসালটেন্ট ইনকর্পোরেশনের চীফ টেকনোলজি অফিসার ইওসহিহিসা উচিদা রংপুর আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমানের কাছে রাডার স্টেশনটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোমিনুল ইসলাম, রাডার উন্নীতকরণ প্রকল্পের পরিচালক আহমেদ আরিফ রশীদ প্রমুখ। এ রাডারটি আগামী ১৫ থেকে ২০ বছর আবহাওয়ার তথ্য প্রদান করতে পারবে।
বিডি প্রতিদিন/এএম